৫০ স্থানে শামীম ওসমানের কাঙালি ভোজ
প্রকাশিতঃ আগস্ট ১৫, ২০১৮, ৫:৫৫ অপরাহ্ণ | শেষ আপডেটঃ আগস্ট ১৫, ২০১৮্, ৫:৫৬ অপরাহ্ণ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের অন্তত ৫০ স্থানে কাঙালি ভোজ ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।
বুধবার শোক দিবস উপলক্ষে সিদ্ধিরগঞ্জের নাসিক ১নং ওয়ার্ড থেকে ১০ ওয়ার্ড পর্যন্ত বিভিন্ন দোয়া ও মিলাদ মাহফিলে যোগ দেন শামীম ওসমান।
এ সময় শামীম ওসমান বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে এগিয়ে নিতে শেখ হাসিনার জন্য আপনারা দোয়া করবেন। একইসঙ্গে আগামী নির্বাচনে দেশ ও মানুষের এবং উন্নয়নের স্বার্থে শেখ হাসিনাকে নৌকা মার্কায় ভোট দিন।
বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জের ১ থেকে ১০ নং ওয়ার্ডের অর্ধশতাধিক স্থানে এ দোয়া মাহফিল ও কাঙালি ভোজের আয়োজন করা হয়। পরে দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন শামীম ওসমান।
এ সময় তার সঙ্গে ছিলেন- শ্রমিক লীগের সাবেক সভাপতি আব্দুল মতিন মাস্টার, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আহসানুল হক নিপু, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান, সাধারণ সম্পাদক হাজী ইয়াসিন মিয়া, নাসিক কাউন্সিলর মতিউর রহমান মতি, জেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়াবিষয়ক সম্পাদক ও নাসিক কাউন্সিলর আরিফুল হক হাসান, কাউন্সিলর হাজী ইফতেখার আলম খোকন, কাউন্সিলর হাজী ওমর ফারুক ও সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুল হক রাজু প্রমুখ।
Leave a Reply