২৫০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করলেন মাশরাফি
প্রকাশিতঃ সেপ্টেম্বর ২৪, ২০১৮, ১২:৩৪ অপরাহ্ণ
ডেক্স নিউজ : প্রথম বাংলাদেশি হিসেবে ২৫০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করলেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। আর এই মাইলফলক স্পর্শ করলেন এশিয়া কাপের সুপার ফোরে আফগানিস্তানের বিপক্ষে ২ উইকেট শিকার করেই।
এই ম্যাচের আগে ২৪৮ উইকেট শিকার করে পাকিস্তানি বোলার শোয়েব আখতারের ২৪৭ উইকেট সংগ্রহের রেকর্ড ছাড়িয়ে যান মাশরাফি।
জানা গেছে, ২৫০ উইকেট শিকারের পথে ১৯৪টি ম্যাচ খেলেছেন নড়াইল এক্সপ্রেস খ্যাত এই কিংবদন্তী পেসার। এর মধ্যে ৫ উইকেট পেয়েছেন ১ বার। আর ৪ উইকেট পেয়েছেন ৭ বার।
মাশরাফির পরে ২৪৩ উইকেট নিয়ে বাংলাদেশি হিসেবে দ্বিতীয়স্থানে আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
উল্লেখ্য, গতকাল রবিবার আবুধাবি শেখ জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টসে জিতে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। টপ-অর্ডার ব্যর্থ হলেও শেষ পর্যন্ত রিয়াদ-ইমরুলের ১২৩ রানের জুটিতে বাংলাদেশের স্কোর গিয়ে দাড়ায় ২৪৯-এ। জবাবে জয়ের দ্বার প্রান্তে এসেও মোস্তাফিজের অবিশ্বাস্য বোলিংয়ে ৩ রানে হারতে হয় আফগানিস্তানকে।
Leave a Reply