লালপুরে বঙ্গবন্ধুর শাহাদৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা
প্রকাশিতঃ আগস্ট ২৯, ২০১৮, ২:২৫ অপরাহ্ণ
মো: জাহিদ আলী (নাটোর প্রতিনিধি) – নাটোরের লালপুর উপজেলার কদিমচিলান ইনিয়নের ঘাটচিলানে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ আগষ্ট) বিকেলে উপজেলার ঘাটচিলানে কদিমচিলান ইউনিয়ন জাতীয় শোক দিবস উদ্যাপন কমিটির আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া ও আলোচনা সভায় কদিমচিলান ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি আলিম উদ্দিন প্রামানিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বকুল।
এ ছাড়াও অন্যানের মধ্যে বক্তব্য রাখেন দুয়ারিয়া ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি আতাউর রহমান জার্জিস, কদিমচিলান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কে,এম নিজাম খাঁ, জেলা তাঁতী লীগের সাংগঠনিক সম্পাদক ইকবাল হাসান রিপন সহ আরো অনেকে।
Leave a Reply