রায়পুরে ছেলে খুন, বাবা আটক
প্রকাশিতঃ সেপ্টেম্বর ১৮, ২০১৮, ৫:১৭ পূর্বাহ্ণ
পারিবারিক বিরোধকে কেন্দ্র করে রায়পুরে ছেলেকে কুপিয়ে খুন করেছেন তার বাবা বেলায়েত হোসেন ভূইয়া। বুধবার রাতে পৌর শহরের মধুপুর এলাকার হারিস ভূইয়া বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে সকালে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করেছে। রাতেই বেলায়েতকে আটক করে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পৌর শহরের ৫নং মধুপুরে ভূইয়া বাড়িতে নিজ ঘরে ছেলে মো. সাগরসহ (২৮) এক সাথে থাকতেন বেলায়েত। সাগর পরিবারের অমতে একাধিক বিয়ে করার কারণে প্রায়ই কলহ লেগে থাকতো। বুধবার রাত ১০টার দিকে সাগর ও বেলায়েতের মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বাক-বিতণ্ডা হয়। একপর্যায়ে বাবা ছেলেকে এলোপাতাড়ি কোপালে ঘটনাস্থলে মারা যায়। পরে বেলায়েত ঘটনাস্থলে থেকে পালিয়ে যান।
রায়পুর থানার ওসি (তদন্ত) সোলাইমান চৌধুরী বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুুতি চলছে। রাতেই পুলিশ অভিযান চালিয়ে ঘাতক বাবাকে আটক করেছে।
Leave a Reply