‘বহিরাগতদের জন্য নিষেধাজ্ঞা দুঃখজনক’
প্রকাশিতঃ জুলাই ১০, ২০১৮, ৬:৫১ অপরাহ্ণ
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশে বহিরাগত ব্যক্তিদের জন্য নিষেধাজ্ঞা জারিকে চরম দুঃখজনক বলে অভিহিত করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দুঃখ প্রকাশ করেছে দলটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আন্দোলন-সংগ্রামের বিভিন্ন পর্যায়ে বিশ্ববিদ্যালয় জীবনের কোনো সময়েই এ ধরনের ঘটনা ঘটেনি। এটা বিশ্ববিদ্যালয় ধারণার চরম বিরোধী। একই সঙ্গে কোটা আন্দোলনের সঙ্গে জঙ্গি-সংশ্লিষ্টতার আভাসের কথা বলা হচ্ছে, সেটাও কোনো ধরনের তথ্যের ওপর প্রতিষ্ঠিত নয়।’
বিজ্ঞপ্তিতে ওয়ার্কার্স পার্টির নেতারা বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ও তার ধারণা অনুযায়ী বিশ্ববিদ্যালয় পরিচালিত হয় বলে আমরা বিশ্বাস করি। আশা করি, শিগগিরই এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে।’
গতকাল সোমবার বিজ্ঞপ্তির মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাসে প্রবেশে বহিরাগত ব্যক্তিদের জন্য নিষেধাজ্ঞা জারি করে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা প্রক্টরের অনুমতি ছাড়া বহিরাগতরা ক্যাম্পাসে অবস্থান ও ঘোরাফেরা করতে পারবেন না। একই সঙ্গে বহিরাগতরা কোনো ধরনের কার্যক্রম পরিচালনা করতে চাইলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা প্রক্টরের অনুমতির প্রয়োজন হবে। বহিরাগতদের অবস্থানের বিষয়ে প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নিতে পারবে।
সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও আবাসিক হলগুলোয় কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষাপট বিবেচনা ও সার্বিক অবস্থা পর্যালোচনার জন্য ৫ জুলাই প্রভোস্ট কমিটির সভায় নিষেধাজ্ঞা জারির বিষয়ে সিদ্ধান্ত হয়।
Leave a Reply