ফেসবুকে উস্কানিমূলক পোস্ট : কলাপাড়ায় শিক্ষিকা সনিয়া গ্রেফতার
প্রকাশিতঃ আগস্ট ৬, ২০১৮, ৪:০২ অপরাহ্ণ

কলাপাড়া পৌরশহরের কবি নজরুল ইসলাম সড়কের বাসা থেকে তাকে শনিবার মধ্যরাতে গ্রেফতার করা হয়েছে। কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) আলী আহম্মেদ জানান, এ ঘটনায় আইসিটি এ্যাক্টে একটি মামলা করা হয়েছে। তাকে রবিবার আদালতে প্রেরণ করে পুলিশ পাঁচ দিনের রিমান্ড প্রার্থনা করলে বিজ্ঞ আদালত জেল হাজতে প্রেরণ করে জেলগেটে দুই দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
তবে শিক্ষিকা সনিয়ার পরিবারের দাবি অসচেতনতাবশত ফেসবুক অপারেট করে বিপাকে পড়েছেন।
কোন খারাপ উদ্দেশ্য ছিলনা।
Leave a Reply