ফুলেল শ্রদ্ধায় সাংবাদিক রইসুল হক বাহারকে বিদায়
প্রকাশিতঃ সেপ্টেম্বর ১৯, ২০১৮, ২:৫৪ অপরাহ্ণ
মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের মরদেহে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন নানা শ্রেণি-পেশার মানুষ।
সকাল ১১টায় চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে তার মরদেহ নিয়ে আসলে এ শ্রদ্ধা জানানো হয়।
এর আগে মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) দিনগত রাত ১১টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নগরের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
একাত্তরের এ গেরিলা যোদ্ধার প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোহাম্মদ সাহাবউদ্দিন, মাহনগর কমান্ডার মোজাফফর আহমেদ, দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, কবি ও সাংবাদিক আবুল মোমেন, মুক্তিযোদ্ধা-গবেষক ডা. মাহফুজুর রহমান, দৈনিক পূর্বদেশ সহযোগী সম্পাদক আবু তাহের মোহাম্মদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সহ সভাপতি শহীদ উল আলম, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি কলিম সরওয়ার, সাধারণ সম্পাদক শুকলাল দাশ, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হাবিবুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন বাবুল, কবি কামরুল হাসান বাদল, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়েনর যুগ্ম সম্পাদক সবুর শুভ, অর্থ সম্পাদক কাশেম শাহ, মুক্তিযোদ্ধা আলাউদ্দিন, দিরীপ দাশ, সিরাজুল ইসলাম বাবু, সৈয়দ ইকবাল দেওয়ান মাকসুদ, জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
শ্রদ্ধা নিবেদন করেন নগর আওয়ামী লীগ, জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা সংসদ, চট্টগ্রাম প্রেস ক্লাব, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন, চট্টগ্রাম ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা গবেষণা ট্রাস্ট, চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি, সিপিবি চট্টগ্রাম জেলা, চট্টগ্রাম জেলা বাসদ মার্কসবাদী, জাতীয় মুক্তি কাউন্সিল, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকলীগ, বাসদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্ট্রান ঐক্য পরিষদ, সমাজ অনুশীলন চট্টগ্রাম, পাহাড়ি ছাত্র পরিষদ চট্টগ্রাম, জাসদ, গণমুক্তি ইউনিয়ন, মুক্তিযুদ্ধ একাডেমি চট্টগ্রাম, সমাজ সমীক্ষা সংঘ, গণঅধিকার চর্চা কেন্দ্র, গণসংহতি আন্দোলনসহ নানা রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
পরে শ্রদ্ধা নিবেদন শেষে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে চট্টগ্রাম বন্দর ভবনের সামনে মরদেহ নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে গার্ড অব অনার দেওয়া হবে।
Leave a Reply