দল ও প্রতীক’ বদলের মিছিলে সিলেট বিভাগের ৪ প্রার্থী
প্রকাশিতঃ নভেম্বর ১৮, ২০১৮, ১০:৫৮ অপরাহ্ণ
আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দিয়েছেন। মৌলভীবাজার-২ (কুলাউড়া উপজেলা) আসনের মনোনয়ন প্রত্যাশী হিসেবে তিনি মনোনয়ন ফরমও কিনেছেন। সুলতান মনসুর ১৯৯৬ সালে নৌকা প্রতীকে এ আসনে এমপি নির্বাচিত হয়েছিলেন।
অন্যদিকে মৌলভীবাজার-২ (কুলাউড়া উপজেলা) আসনে অতীতে আওয়ামী লীগের সুলতান মনসুরের প্রতিদ্বন্দ্বী ছিলেন জেলা বিএনপির সাবেক সহ সভাপতি এমএম শাহীন। ১৯৯৬ সালে তিনি ধানের শীষ প্রতীক নিয়ে সুলতান মনসুরের কাছে পরাজিত হয়েছিলেন। এর আগে একই বছরের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ প্রতীকে এমপি নির্বাচিত হয়েছিলেন এম এম শাহীন। পরে ২০০১ সালের নির্বাচনে বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক নিয়ে বিজয়ী হয়েছিলেন তিনি।
২০০১ সালে বিএনপির নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকার ক্ষমতাসীন হবার পর শমসের মবিন চৌধুরী পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। বিএনপি আমলে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূতও ছিলেন। চাকরি থেকে অবসর গ্রহণের পর তিনি বিএনপিতে যোগ দেন এবং বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তাকে মূলত সিলেট-১ আসনের জন্য প্রস্তুত করা হচ্ছিল।
সর্বশেষ এই মিছিলে যুক্ত হয়েছেন সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের প্রয়াত নেতা শাহ এএমএস কিবরিয়ার ছেলে অর্থনীতিবিদ রেজা কিবরিয়া। তিনি জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হতে চান। তিনি হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে প্রার্থী হতে গণফোরামে যোগ দিয়েছেন। শাহ এএমএস কিবরিয়া ২০০১ সালে হবিগঞ্জ-৩ (হবিগঞ্জসদর-লাখাই) আসনের সাংসদ ছিলেন।
অর্থনীতিবিদ রেজা কিবরিয়া জানান, গণফোরামের সভাপতি ও ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেনের সঙ্গে তার কথা হয়েছে। তিনি হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে নির্বাচন করবেন।
তিনি বলেন, তাঁর বাবাকে ২০০৫ সালে হত্যার পর বিএনপির সরকারের সময় এবং পরবর্তীকালে তত্ত্বাবধায়ক সরকারের সময়ে বিচার করা হয়নি। আওয়ামী লীগ সরকারের ১০ বছরেও এ মামলার কোনো সুষ্ঠু তদন্ত বা বিচার করার কোনো উদ্যোগ নেয়নি দলটি। এই ক্ষোভের কারণে তিনি ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জোট থেকে নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ফ্রন্টের সিদ্ধান্ত মতে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে তাকে নির্বাচন করতে হবে।
Leave a Reply