তালাবদ্ধ ঘরে যুবকের গলাকাটা মরদেহ
প্রকাশিতঃ সেপ্টেম্বর ১৯, ২০১৮, ১০:৫৫ পূর্বাহ্ণ
ডেস্ক নিউজ:নীলফামারীর ডোমার উপজেলায় স্বাধীন ইসলাম (৩৫) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ওপর তলায় নিজঘর থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
স্বাধীন ইসলাম রংপুর কারমাইকেল কলেজ রোডের মো. বাবু ইসলামের ছেলে। তিনি মাস্টাররোলে ডোমারে দীর্ঘ ৫ বছর ধরে বিদ্যুৎ অফিসের গাড়িচালক হিসেবে কর্মরত ছিলেন।
ডোমার বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী পরিচালক মো. সাইফুল মন্ডল জানান, উপজেলা পরিষদ মাঠ সংলগ্ন আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের দ্বিতীয় তলার মেসের একটি কক্ষে সে ভাড়া থাকতো। মঙ্গলবার সকাল থেকেই তার ফোন বন্ধ পাওয়া যায়। এমনকি অফিসেও আসেনি। দিনভর কোনো সন্ধ্যান না পাওয়ায় বিকেলে তার খোঁজে অফিসের লোক পাঠাই।
অফিসের লোকজন তার রুমটি বাইরে থেকে তালাবদ্ধ পায়। কিন্তু বাইরে তার স্যান্ডেল ছিল। পরে পুলিশে খবর দিলে পুলিশ দরজা ভেঙে বিছানার ওপর গলাকাটা মরদেহটি পায়।
ডোমার থানার ওসি মোকছেদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
Leave a Reply