টাকা ছাড়া মিলছে না নতুন বই ! নেপথ্যে বেড়িয়ে এলো অভিযোগের স্তূপ
প্রকাশিতঃ জানুয়ারি ১১, ২০১৯, ৭:৩৭ অপরাহ্ণ
মোঃ মামুনুর রশিদ (লালমনিরহাট প্রতিনিধি) লালমনিরহাটে আদিতমারী উপজেলার ভেলাবাড়ী উচ্চ বিদ্যালয়ের ২০১৯ শিক্ষাবর্ষের ছাত্র/ছাত্রীদের খবরেরর সন্ধানে সরেজমিনে গেলে গত বৃহস্পতিবার প্রধান শিক্ষক আনিছুর রহমানের বিরুদ্ধে মিলল অভিযোগের স্তূপ।
জানা যায় বই দেয়ার নামে ভেলাবাড়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আনিছুর রহমান এর নির্দেশে ৩০০ থেকে ৫০০ টাকা করে মাথা পিছু নেওয়া হচ্ছে শিক্ষার্থীদের কাছ থেকে। একাধিক ছাত্র/ছাত্রী ও অভিভাবকের সাথে কথা বললে, তারা প্রত্যেকেই প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের স্তূপ জমা করে। কেউ কেউ আবার ভয়ে মুখ খুলতে চান না।
অভিযোগের মধ্যে রয়েছে ভর্তির সময় অতিরিক্ত টাকা আদায়, বিভিন্ন অযুহাত দেখিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা আদায়, ছোট-খাটো বিষয়ে শিক্ষার্থীদের অকথ্য ভাষায় গালি-গালাজ ইত্যাদি।
এসব অভিযোগের প্রেক্ষিতে ভেলাবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুর রহমানের সাথে এ বিষয়ে কথা বললে তিনি বলেন, বইগুলো শহর থেকে আনতে আমার টাকা খরচ হয়েছে, এসব টাকা কি আমার ঘর থেকে এনে দিব। নতুন বই দেয়ার সময় টাকা নেয়ার কথা অস্বীকার করে বলেন, আমরা শিক্ষকদের চা-নাস্তা খাওয়ানোর জন্য সামান্য কিছু টাকা নিয়েছি।
Leave a Reply