গোলাম সারওয়ারের মরদেহ বানারীপাড়ায়
প্রকাশিতঃ আগস্ট ১৫, ২০১৮, ৭:১২ অপরাহ্ণ
দেশবরেণ্য সাংবাদিক ও সমকাল সম্পাদক গোলাম সারওয়ারের মরদেহ তার জন্মস্থান বরিশালের বানারীপাড়ায় পৌঁছেছে। এ সময় স্বজন, শুভানুধ্যায়ীসহ শত শত মানুষ কান্নায় ভেঙে পড়েন।
বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শরিফুল ইসলাম জানান, বুধবার দুপুর ২টা ২৫ মিনিটে মরদেহ বহনকারী হেলিকপ্টারটি বানারীপাড়ায় জম্বুদ্বীপ হেলিপ্যাড মাঠে অবতরণ করে। এরপর সেখান থেকে জানাজা ও শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ বানারীপাড়া সরকারি মডেল ইনস্টিটিউশন মাঠে নিয়ে যাওয়া হয়।
গোলাম সারওয়ার মুক্তিযুদ্ধের পর কয়েক মাস এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ছিলেন।
এর আগে গত সোমবার বাংলাদেশ সময় রাত ৯টা ২৫ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সমকাল সম্পাদক গোলাম সারওয়ার। পরে তার মরদেহ সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে মঙ্গলবার রাতে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।
বৃহস্পতিবার বাদ আসর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে
Leave a Reply