ক্রোম ব্রাউজার দিয়ে ম্যালওয়্যার স্ক্যান
প্রকাশিতঃ আগস্ট ১৬, ২০১৮, ৩:০৪ অপরাহ্ণ
অনলাইনে বিভিন্ন ওয়েবসাইটে থাকা ক্ষতিকর ম্যালওয়্যার থেকে ব্যবহারকারীদের রক্ষা করতে স্বয়ংক্রিয় ম্যালওয়্যার স্ক্যানার সুবিধা রয়েছে ক্রোম ব্রাউজারের। চাইলে স্ক্যানারটি কাজে লাগিয়ে ডিভাইসে থাকা ম্যালওয়্যারও শনাক্ত করা যায়। এ জন্য প্রথমে ক্রোম ব্রাউজার চালু করে ডান দিকের ওপরে থাকা তিনটি ডটমেন্যুতে ক্লিক করে settings চালু করতে হবে। এবার পৃষ্ঠার একেবারে নিচের দিকে থাকা Advanced-এ ক্লিক করলে কয়েকটি অপশন আসবে। প্রায় শেষের দিকে থাকা ‘Reset and clean up header’ নির্বাচন করতে হবে।
এবার Clean up computer-এ ক্লিক করে Find and remove harmful software option নির্বাচন করলেই ডিভাইসের বিভিন্ন ফাইল বা ফোল্ডার স্ক্যান করে ম্যালওয়্যারের সন্ধান দেওয়ার পাশাপাশি ধ্বংসও করবে ব্রাউজারটি।
Leave a Reply