কৃতি স্যাননের সাথে জুটি বাঁধছেন কার্তিক আরিয়ান
প্রকাশিতঃ জুলাই ৩, ২০১৮, ৫:০২ অপরাহ্ণ
এ বছরের সেরা এন্টারটেইনার তিনি। সুপারহিট ছবি ‘সোনু কে টিটু কি সুইটি’র মাধ্যমে বলিউডের সব লাইমলাইট নিজের দিকে টেনে নিয়েছিলেন কার্তিক আরিয়ান। লাভ রঞ্জনের ছবিটি ব্যবসাসফল ও সামালোচকদের প্রশংসা কুড়ায়।
‘সোনু’-রূপী সেই কার্তিক আরিয়ান এবার নতুন ছবির কাজে হাত দেবেন। আর ছবিটিতে তাঁর বিপরীতে আছেন কৃতি স্যানন।
দীনেশ ভিজানের এই আপকামিং প্রজেক্টের নাম ‘লুকা ছুপি’। যাতে কার্তিক একজন লোকাল টিভি চ্যানেলের তারকা রিপোর্টারের ভূমিকায় অভিনয় করবেন। আর ছবিটি পরিচলনা করবেন লক্ষণ উতেকার।
চলচ্চিত্র সমালোচক তরণ আদর্শের পক্ষ থেকে এই ঘোষণাটি আসে। তিনি তাঁর ট্যুইটার হ্যান্ডেলে বিষয়টি নিশ্চিত করে বলেন, কার্তিক আরিয়ান আর কৃতি স্যানন জুটি বাঁধছেন নতুন ছবি ‘লুকা ছুপি’তে। প্রযোজক দীনেশ ভিজান আর পরিচালক লক্ষণ উতেকার। ছবিটি ২০১৯ সালের মার্চে মুক্তি পাবে।
Leave a Reply