আলোর পরশ কোরআন
প্রকাশিতঃ মে ২১, ২০১৮, ২:২৯ পূর্বাহ্ণ
রমজান মাসই হলো সে মাস, যাতে নাজিল করা হয়েছে কোরআন, যা মানুষের জন্য হেদায়েত এবং সত্য পথযাত্রীদের জন্য সুস্পষ্ট পথনির্দেশ আর ন্যায় ও অন্যায়ের মাঝে পার্থক্য বিধানকারী। তাই তোমাদের মধ্যে যে এ মাসটি পাবে, সে এ মাসের রোজা রাখবে। আর যে লোক অসুস্থ কিংবা মুসাফির অবস্থায় থাকবে সে অন্য দিনে গণনা পূর্ণ করবে। আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান; তোমাদের জন্য জটিলতা কামনা করেন না, যাতে তোমরা গণনা পূর্ণ করো এবং তোমাদের হেদায়েত দান করার দরুন আল্লাহ তায়ালার মহত্ত্ব বর্ণনা করো, যাতে তোমরা কৃতজ্ঞতা স্বীকার করো। (সূরা বাকারা : ১৮৫)।
হাদিস
হজরত সাহল (রা.) বর্ণনা করেন, নবীজি (সা.) বলেন, জান্নাতে রায়্যান নামক একটি দরজা আছে। এ দরজা দিয়ে কেয়ামতের দিন রোজাদাররাই প্রবেশ করবেন। তাদের প্রবেশের পরই দরজা বন্ধ করে দেওয়া হবে। তাদের ছাড়া আর কেউ এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। (বোখারি : ৩/২৩৯-২৪০)।
Leave a Reply