অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ
প্রকাশিতঃ নভেম্বর ১৯, ২০১৮, ৭:৪৩ অপরাহ্ণ
অমর সরকার (ঘিওর প্রতিনিধি) মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী শ্মশান ঘাট এলাকার একটি ফাঁকা ভিটা থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুর দিকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্ত প্রতিবেদনের জন্য মানিকগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম জানান, বেলা ১০টার দিকে স্থানীয়রা মরদেহ দেখে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে। কে বা কারা অন্যস্থান থেকে শ্বাসরোধ করে হত্যা করে মরদেহটি ফেলে দিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
Leave a Reply